রং করার সময়ে নীচে পড়ে মৃত্যু মহিলার
কলকাতা, ১২ ডিসেম্বর (হি.স.): একটি বাড়িতে রং করার সময়ে চারতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল এক মহিলা রং মিস্ত্রির। পুলিশ জানিয়েছে, শুক্রবার সকাল ঘটনাটি ঘটেছে নাদিয়াল থানার ডক্টর এ কে রোডে। গুরুতর জখম ওই রং মিস্ত্রিকে গার্ডেনরিচ স্টেট জেনারেল হাসপাতালে নিয়
রং করার সময়ে নীচে পড়ে মৃত্যু মহিলার


কলকাতা, ১২ ডিসেম্বর (হি.স.): একটি বাড়িতে রং করার সময়ে চারতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল এক মহিলা রং মিস্ত্রির। পুলিশ জানিয়েছে, শুক্রবার সকাল ঘটনাটি ঘটেছে নাদিয়াল থানার ডক্টর এ কে রোডে। গুরুতর জখম ওই রং মিস্ত্রিকে গার্ডেনরিচ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, দিনকয়েক আগে চন্দননগরে নির্মীয়মাণ বহুতল থেকে পড়ে মৃত্যু হয়েছিল এক মহিলা শ্রমিকের। তিনি চন্দননগরের গোস্বামী ঘাটের বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর, চন্দননগরের লালবাগান বেলতলা এলাকায় একটি পাঁচতলা আবাসন তৈরির কাজ চলছিল। এ দিন সকালে সেখানে কাজ করার সময়ে বাঁশের ভারা থেকে নীচে পড়ে যান শ্যামলী। উপর থেকে ভারী কিছু পড়ে যাওয়ার আওয়াজ পেয়ে ছুটে আসেন নির্মীয়মাণ আবাসনের অন্য শ্রমিক এবং স্থানীয়রা। তাঁরাই খবর দেন চন্দননগর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তারাই দেহ উদ্ধার করে স্থানীয় চন্দননগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande