
মালদা, ১৩ ডিসেম্বর (হি.স.): মালদায় আত্মহত্যার ঘটনায় উঠল এসআইআর নিয়ে অভিযোগ। বছর ৫২-এর এক ব্যক্তি গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ। মালদার হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের একটি গ্রামে। শনিবার ভোররাতের ঘটনা। এসআইআর -এর নথি সংক্রান্ত সমস্যায় ছিল, সেই কারণে ভয়ে ছিলেন তিনি, এমনটাই দাবি স্থানীয়দের।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম আবুল কালাম। তার বাড়ি বালুভোরট গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বহু বছর ধরে জয়পুরে থাকতেন তিনি। সেখানে হোটেলে কাজ করতেন। তিনি অবিবাহিত ছিলেন। গত একবছর ধরে বাড়িতে থাকতেন। ভোটার কার্ড ও আধার কার্ড না থাকায় এসআইআর ফর্ম পূরণ করতে পারেননি বলে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন। ২০০২ সালের ভোটার তালিকায় বাবা ও মায়ের নামও ছিল না। আতঙ্কে ভুগছিলেন তিনি। ডিটেনশন ক্যাম্প ও বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে এই ভয় দেখাচ্ছিলেন কিছু লোক, এমনটাই দাবি কিছু বাসিন্দাদের। সেই আতঙ্কে আত্মঘাতী বলে দাবি। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ