রায়পুরে মাওবাদী দমন নিয়ে বৈঠকে অমিত শাহ
রায়পুর, ১৩ ডিসেম্বর (হি.স.) : শনিবার ছত্তিশগড়ের রায়পুরে মাওবাদী দমন অভিযান নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন সকালে শহরের একটি বেসরকারি রিসর্টে এই বৈঠক শুরু হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বি
রায়পুরে নকশালবাদ নিয়ে বৈঠকে অমিত শাহ


রায়পুর, ১৩ ডিসেম্বর (হি.স.) : শনিবার ছত্তিশগড়ের রায়পুরে মাওবাদী দমন অভিযান নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন সকালে শহরের একটি বেসরকারি রিসর্টে এই বৈঠক শুরু হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সায়, উপ-মুখ্যমন্ত্রী বিজয় শর্মা এবং শীর্ষ প্রশাসনিক আধিকারিকরা। মাওবাদী বিরোধী অভিযানের অগ্রগতি ও ভবিষ্যৎ রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয় ।

বৈঠক শেষে অমিত শাহ বস্তার অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানের জন্য রওনা দেবেন। দুপুরে রায়পুর বিমানবন্দর থেকে তিনি জগদলপুরের উদ্দেশে যাত্রা করবেন । জানা গেছে, এদিন বিকেল পর্যন্ত সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। অনুষ্ঠান শেষে দিল্লির উদ্দেশে রওনা দেবেন।

উল্লেখ্য, শুক্রবার গভীর রাতে রায়পুরে পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মানা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সায়, বিধানসভার অধ্যক্ষ রমন সিং এবং উপ-মুখ্যমন্ত্রী বিজয় শর্মা। বিগত বছর বস্তার অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, সেবারই তিনি ফের আসার আশ্বাস দিয়েছিলেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande