সমগ্র ছত্তিশগড় নকশাল মুক্ত হবেই : অমিত শাহ
বস্তার, ১৩ ডিসেম্বর (হি.স.): সমগ্র ছত্তিশগড় নকশাল মুক্ত হবেই, আত্মবিশ্বাসের সঙ্গে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার বস্তার অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, যখন আমি ''বিকশিত বস্তার''-এর কথা ব
অমিত শাহ


বস্তার, ১৩ ডিসেম্বর (হি.স.): সমগ্র ছত্তিশগড় নকশাল মুক্ত হবেই, আত্মবিশ্বাসের সঙ্গে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার বস্তার অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, যখন আমি 'বিকশিত বস্তার'-এর কথা বলি, তখন প্রতিটি বাড়িতে সুযোগ-সুবিধা থাকবে এবং প্রতিটি গ্রামে সড়ক যোগাযোগ থাকবে। প্রতিটি গ্রামে বিদ্যুৎ থাকবে। ৫ কিলোমিটার ব্যাসার্ধে ব্যাংকিং সুবিধা থাকবে এবং পিএইচসি এবং সিএইচসি-র একটি ঘন নেটওয়ার্ক থাকবে। এটি বিজেপির উভয় সরকারই করবে।

অমিত শাহ বলেন, আমাদের অঙ্গীকার হল সমগ্র বস্তার এবং ভারতকে নকশালমুক্ত করতে হবে। কিন্তু আমাদের এখানেই থেমে থাকলে হবে না। এখন আমি আপনাদের সকলের সামনে বলছি, ৭টি জেলার এই বস্তার বিভাগ - কাঁকের, কোন্ডাগাঁও, বস্তার, সুকমা, বিজাপুর, নারায়ণপুর এবং দান্তেওয়াড়া, ২০৩০ সালের ডিসেম্বরের মধ্যে দেশের সবচেয়ে উন্নত উপজাতি জেলা হয়ে উঠবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande