তদন্ত চলাকালীন কোনও মন্তব্য নয়, যুবভারতী কাণ্ডে অরূপ বিশ্বাস
কলকাতা, ১৩ ডিসেম্বর (হি. স.) : হাজার হাজার টাকা খরচ করে টিকিট কেটে মেসিকে ঠিকমতো দেখতে না পেয়ে যুবভারতীতে ভাঙচুর চালায় ক্ষুব্ধ দর্শকরা। শনিবার এই ঘটনায় ইভেন্টের আয়োজকদের পাশাপাশি প্রশ্ন উঠেছে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভূমিকা নিয়ে। কিন্
তদন্ত চলাকালীন কোনও মন্তব্য নয়, যুবভারতী কাণ্ডে অরূপ বিশ্বাস


কলকাতা, ১৩ ডিসেম্বর (হি. স.) : হাজার হাজার টাকা খরচ করে টিকিট কেটে মেসিকে ঠিকমতো দেখতে না পেয়ে যুবভারতীতে ভাঙচুর চালায় ক্ষুব্ধ দর্শকরা। শনিবার এই ঘটনায় ইভেন্টের আয়োজকদের পাশাপাশি প্রশ্ন উঠেছে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভূমিকা নিয়ে। কিন্তু যুবভারতীর ঘটনা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি তিনি।

শনিবার নির্ধারিত সময় যুবভারতী স্টেডিয়ামে পৌঁছে যান মেসি। মাঠে ঢোকেন লুইস সুয়ারেজ এবং রডরিগো ডি’পল। কিন্তু আয়োজক থেকে শুরু করে উপস্থিত রাজ্যের মন্ত্রীদের ভিড়ে কার্যত ঢাকা পড়ে যান মেসি। তিনি হাসিমুখে হাত নাড়ছিলেন দর্শকদের দিকে। কিন্তু গ্যালারিতে বসে থাকা দর্শকরা সেটা দেখতেই পাননি বলে অভিযোগ। কারণ মেসির সঙ্গে ছবি তুলতে ব্যস্ত ছিলেন মন্ত্রী-আয়োজকরাই। সেই তালিকায় ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও। এরই মধ্যে ভাইরাল হয়েছে মেসিকে জড়িয়ে ধরে অরূপ বিশ্বাসের ছবিও। অনেকে তাঁর পদত্যাগের দাবিও তুলেছেন।

এদিন যুবভারতীর এই কাণ্ডের পর সাংবাদিকরা প্রতিক্রিয়া জানতে চাইলে ক্রীড়ামন্ত্রী বলেন, ‘সরকারের নির্দেশে, মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘটনার তদন্ত চলছে। তাই তদন্ত শেষ না হওয়ার পর্যন্ত এই নিয়ে কোনও মন্তব্য করব না।’ ক্ষুব্ধ দর্শকদের তাণ্ডবে স্টেডিয়ামে কত টাকার ক্ষতি হয়েছে বা এত লোক মাঠে মেসিকে ঘিরে কেন দাঁড়িয়ে ছিলেন, এসব বিষয়ে প্রশ্ন করা হলেও তা এড়িয়ে যান অরূপ বিশ্বাস।

এদিকে, যুবভারতীতে এই বিশৃঙ্খলার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ইভেন্টের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সাংবাদিক বৈঠকে সাফ জানিয়েছেন, আয়োজকদের গাফিলতির কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছিল। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছেন তিনি।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande