কেরলে রাজনৈতিক পালাবদলের ইঙ্গিত, তিরুবনন্তপুরমে বিজেপির বড় সাফল্য
নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর (হি.স.) : কেরলের স্থানীয় স্বশাসন নির্বাচনে তিরুবনন্তপুরম পুরনিগমে ঐতিহাসিক জয় পেল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দীর্ঘদিন ধরে বামফ্রন্ট (এলডিএফ) ও কংগ্রেস-নেতৃত্বাধীন ইউডিএফের দখলে থাকা এই পুরনিগমে বিজেপি ও এনডিএ স্পষ্ট সংখ
কেরলে রাজনৈতিক পালাবদলের ইঙ্গিত, তিরুবনন্তপুরমে বিজেপির বড় সাফল্য


নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর (হি.স.) : কেরলের স্থানীয় স্বশাসন নির্বাচনে তিরুবনন্তপুরম পুরনিগমে ঐতিহাসিক জয় পেল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দীর্ঘদিন ধরে বামফ্রন্ট (এলডিএফ) ও কংগ্রেস-নেতৃত্বাধীন ইউডিএফের দখলে থাকা এই পুরনিগমে বিজেপি ও এনডিএ স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় কেরল রাজনীতিতে তাৎপর্যপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত মিলছে বলে রাজনৈতিক মহলের মত।

পুরনিগমের ফল প্রকাশের পর বিজেপি নেতৃত্ব একে “ঐতিহাসিক ও অভূতপূর্ব” বলে আখ্যা দিয়েছে। দিল্লিতে দলের সদর দফতরে সাংবাদিক বৈঠকে বিজেপি মুখপাত্র সুধাংশু ত্রিবেদী বলেন, “এটি এনডিএ-র জন্য এক ঐতিহাসিক দিন। তিরুবনন্তপুরমে বিজেপির এই সাফল্য কেরলের রাজনৈতিক মানচিত্রে নতুন অধ্যায়ের সূচনা করল।”

তিনি বলেন, বহু বছর ধরে যেখানে কংগ্রেস ও বামদল পর্যায়ক্রমে ক্ষমতা দখল করেছে, সেখানে এবার জনগণ বিকল্প শক্তির উপর আস্থা রেখেছে। তাঁর দাবি, এই ফল কেরলে বিজেপির ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতার প্রমাণ।

বিরোধীদের কটাক্ষ করে ড. ত্রিবেদী বলেন, দিল্লিতে কংগ্রেস ও বামদল পরস্পরের সহায়ক হলেও কেরলে তারা মুখোমুখি লড়াই করে। “জনগণ এখন এই দ্বিচারিতা বুঝে ফেলেছে,” মন্তব্য তাঁর।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তিরুবনন্তপুরম পুরনিগমে বিজেপির এই জয় কেবল একটি স্থানীয় সাফল্য নয়, বরং কেরলের দীর্ঘদিনের দ্বিমুখী রাজনৈতিক কাঠামোতে একটি উল্লেখযোগ্য চ্যালেঞ্জ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande