বড় ধরণের চোরাচালান রুখে দিল বিএসএফ, প্রায় ১.৪ কোটি টাকার সোনা বাজেয়াপ্ত
শিলিগুড়ি, ১৩ ডিসেম্বর (হি.স.) : উত্তরবঙ্গ সীমান্তের শিলিগুড়ি সেক্টরে মোতায়েন সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা একটি বড় ধরণের সোনা পাচারের চেষ্টা বানচাল করেছে। অভিযানের চালিয়ে প্রায় ১.৪ কোটি টাকার সোনা বাজেয়াপ্ত করা হয়েছে। বিএসএফ শনিবার এ
বড় ধরণের চোরাচালান রুখে দিল বিএসএফ, প্রায় ১.৪ কোটি টাকার সোনা বাজেয়াপ্ত


শিলিগুড়ি, ১৩ ডিসেম্বর (হি.স.) : উত্তরবঙ্গ সীমান্তের শিলিগুড়ি সেক্টরে মোতায়েন সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা একটি বড় ধরণের সোনা পাচারের চেষ্টা বানচাল করেছে। অভিযানের চালিয়ে প্রায় ১.৪ কোটি টাকার সোনা বাজেয়াপ্ত করা হয়েছে।

বিএসএফ শনিবার এক সরকারি বিবৃতিতে জানিয়েছে, দশপাড়া থেকে কাচাকলি বাজারের দিকে আসা নম্বর প্লেটবিহীন একটি মোটরসাইকেলেকে থামানোর চেষ্টা করে বিএসএফ কর্মীরা। তখন মোটর সাইকেল আরোহী তাদের উপর আক্রমণ করার চেষ্টা করে। আত্মরক্ষার জন্য, জওয়ানরা একটি স্টান গ্রেনেড ব্যবহার করে, এরপর ভয় পেয়ে চোরাচালানকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল এবং একটি কালো জ্যাকেট উদ্ধার করা হয়েছে। পুঙ্খানুপুঙ্খ তল্লাশির সময়, বাদামী টেপে মোড়ানো দুটি প্যাকেট (৯২৮ গ্রাম ওজনের) পাওয়া গেছে। বাজেয়াপ্ত সোনার আনুমানিক মূল্য ১,১৯,৭১,২০০ টাকা। বাজেয়াপ্ত সকল জিনিসপত্রের মোট মূল্য আনুমানিক ১.৪ কোটি টাকা।

বিএসএফ বাজেয়াপ্ত জিনিসপত্রগুলি আরও তদন্তের জন্য শিলিগুড়ির তদন্ত দফতরের (ডিআরআই) কাছে হস্তান্তর করেছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande