
কলকাতা, ১৩ ডিসেম্বর (হি.স.): মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা প্রসঙ্গে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসনিক কাঠামো ভেঙে পড়েছে।
শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ফুটবল তারকা লিওনেল মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার বিষয়ে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেছেন, রাজ্য সরকারের প্রশাসনিক কাঠামো ভেঙে পড়েছে। সরকারের কোনও নিয়ন্ত্রণ নেই। এখন বিশ্বজুড়ে বাংলার যে ক্ষয়িষ্ণু ভাবমূর্তি, তার দায় সরকারকেই নিতে হবে। আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন একজন খেলোয়াড় এলে কেন এমন অব্যবস্থাপনা? সরকার এবং ক্রীড়া মন্ত্রকের এর দায় নেওয়া উচিত।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ