পশ্চিম সিংভূমে রড দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ
পশ্চিম সিংভূম, ১৩ ডিসেম্বর (হি.স.) : ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলায় পারিবারিক বিবাদে প্রাণ গেল এক ব্যক্তির। গোয়েলকেরা থানার অন্তর্গত এলাকার তরকটকোচা পঞ্চায়েতের গুলরুয়ান গ্রামে শুক্রবার গভীর রাতে লোহার রড দিয়ে পিটিয়ে খুন করা হয় ৪০ বছরের লক্ষ্
পশ্চিম সিংভূমে রড দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ


পশ্চিম সিংভূম, ১৩ ডিসেম্বর (হি.স.) : ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলায় পারিবারিক বিবাদে প্রাণ গেল এক ব্যক্তির। গোয়েলকেরা থানার অন্তর্গত এলাকার তরকটকোচা পঞ্চায়েতের গুলরুয়ান গ্রামে শুক্রবার গভীর রাতে লোহার রড দিয়ে পিটিয়ে খুন করা হয় ৪০ বছরের লক্ষ্মণ কায়েমকে। হত্যার অভিযোগ প্রতিবেশী বীরসিং কায়েমের বিরুদ্ধে।

শনিবার পুলিশ সূত্রে জানা গেছে, লক্ষ্মণ কায়েমের সঙ্গে অভিযুক্তের পরিবারের বচসা থেকেই সংঘর্ষের সূত্রপাত। অভিযোগ, কথাকাটাকাটির পর বীরসিং লোহার রড দিয়ে লক্ষ্মণের উপর এলোপাথাড়ি আঘাত করে। গুরুতর জখম অবস্থায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

গ্রামবাসীদের দাবি, লক্ষ্মণ দীর্ঘদিন পাঞ্জাবে শ্রমিকের কাজ করতেন এবং সম্প্রতি গ্রামে ফিরেছিলেন। নকশালপ্রভাবিত এলাকা হওয়ায় ঘটনার খবর পুলিশে পৌঁছতে দেরি হয়। শনিবার সকালে গোয়েলকেরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে। ঘটনার তদন্ত চলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande