গোপালনগরে জলাশয়ে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর
উত্তর ২৪ পরগনা, ১৩ ডিসেম্বর (হি.স.): উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার চারাবাগী আদিবাসী পাড়ায় জলে ডুবে মৃত্যু হলো দেড় বছরের এক শিশুর। মৃত শিশুর নাম সঞ্জু সর্দার। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় সূত্রে জানা গিয়েছে
গোপালনগরে জলাশয়ে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর


উত্তর ২৪ পরগনা, ১৩ ডিসেম্বর (হি.স.): উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার চারাবাগী আদিবাসী পাড়ায় জলে ডুবে মৃত্যু হলো দেড় বছরের এক শিশুর। মৃত শিশুর নাম সঞ্জু সর্দার। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন শিশুটির মা সঞ্জুকে তাঁর দিদার কাছে রেখে ব্যাঙ্কে গিয়েছিলেন। সেই সময়ে কোনও ভাবে বাইরে বেরিয়ে যায় সঞ্জু। কাছেই একটি জলাশয়ের পাশ দিয়ে যাওয়ার সময়ে সেখানে পড়ে যায় সঞ্জু। সেই সময়ে আরও কিছু শিশু ছিল কাছে। তারাই বাকিদের ডেকে আনে। কিন্তু ততক্ষণে তলিয়ে যায় শিশুটি। পরে জল থেকে উদ্ধার করা হয় সঞ্জুর নিথর দেহ।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande