
নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর (হি.স.): রাজধানী দিল্লি শনিবারও বায়ুদূষণের কবলে। শীতের আমেজের মধ্যে দূষণের দাপট কমছেই না। ইন্ডিয়া গেট, কর্তব্যপথ, অক্ষরধাম মন্দির, আইটিও, গাজীপুর এলাকা শনিবার সকালে মাত্রাতিরিক্ত দূষণের কবলে ছিল। এদিন সকালে দিল্লির বিভিন্ন এলাকায় বাতাসের গুণগতমানের সূচক ছিল উদ্বেগজনক পর্যায়ে। অধিকাংশ জায়গায় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৪০০-র ঊর্ধ্বেই। দিল্লির গাজীপুরে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৪৩৫, আনন্দ বিহারে ৪৩৪, আইটিও এলাকায় একিউআই ছিল ৪১৭, অক্ষরধাম এলাকায় ৪১৯, সংসদ মার্গে ৩৫৬।
শীতের দাপট ইতিমধ্যেই শুরু হয়েছে রাজধানীতে, আগামী ২৪ ঘণ্টাও এমনই ঠান্ডা বজায় থাকবে। দিল্লির পাশাপাশি পঞ্জাব, হরিয়ানা, পশ্চিম মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে বজায় রয়েছে ঠান্ডা। উত্তর প্রদেশ, হিমাচল প্রদেশে সকালের দিকে থাকতে পারে কুয়াশা। উত্তর-পূর্বের রাজ্যগুলিতেও সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ