সড়ক দুর্ঘটনায় সৌভাগ্যক্রমে অক্ষত প্রাক্তন বিধায়ক নবনীতা হ্যান্ডিকের, আহত দুই বাইক আরোহী
চড়াইদেও (অসম), ১৩ ডিসেম্বর (হি.স.) : ভয়াবহ এক সড়ক দুৰ্ঘটনায় সৌভাগ্যক্ৰমে প্ৰাণে বেঁচেছেন রাজ্যের প্রাক্তন বিধায়ক নবনীতা হ্যান্ডিক। একই দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন দুই বাইক আরোহী। আহতদের জনৈক ইন্দ্রজিৎ ছেত্রী এবং গণেশ গুরুং বলে শনাক্ত করা হয়ে
অ্যাম্বুল্যান্সে করে আহত দুই বাইক আরোহীকে নিয়ে আসা হয়েছে হাসপাতালে


চড়াইদেও (অসম), ১৩ ডিসেম্বর (হি.স.) : ভয়াবহ এক সড়ক দুৰ্ঘটনায় সৌভাগ্যক্ৰমে প্ৰাণে বেঁচেছেন রাজ্যের প্রাক্তন বিধায়ক নবনীতা হ্যান্ডিক। একই দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন দুই বাইক আরোহী। আহতদের জনৈক ইন্দ্রজিৎ ছেত্রী এবং গণেশ গুরুং বলে শনাক্ত করা হয়েছে।

দুর্ঘটনাটি আজ শনিবার বিকালে উজান অসমের চড়াইদেও জেলার অন্তর্গত সাপেখাতি থানাধীন রাহান শ্যামগাঁও তিনিয়ালির কাছে সংঘটিত হয়েছে। জানা গেছে, নাহারালি থেকে তাঁর চার চাকার এসইউভি গাড়িতে চড়ে যাচ্ছিলেন প্রাক্তন বিধায়ক নবনীতা হ্যান্ডিক। সে সময় শ্যামগাঁও-এর দিক থেকে মোটরবাইক আরোহী দুই যুবক দুরন্ত গতিতে নাহারালি সড়কে প্রবেশের চেষ্টা করলে নবনীতার গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়।

প্ৰচণ্ড সংঘৰ্ষে মোটরবাইকের দুই আরোহী ইন্দ্রজিৎ ছেত্রী এবং গণেশ গুরুং রাস্তায় পড়ে আহত হন। দুৰ্ঘটনার পর আহত দুজনকে চড়াইদেও জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা করে উন্নত চিকিৎসার জন্য ডিব্রুগড়ে অবস্থিত আসাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করেছেন ডাক্তাররা।

এদিকে প্রাক্তন বিধায়ক নবনীতা হ্যান্ডিক অক্ষত অবস্থায় রক্ষা পেয়েছেন। পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande