গেট বন্ধ, যুবভারতীতে ঢুকতে পারলেন না রাজ্যপাল
কলকাতা, ১৩ ডিসেম্বর (হি. স.) : হাজার হাজার টাকা খরচ করে টিকিট কেটে মেসিকে ঠিকমতো দেখতে না পেয়ে যুবভারতীতে ভাঙচুর চালায় ক্ষুব্ধ দর্শকরা। রীতিমতো ভাঙচুর চলে স্টেডিয়ামে। এই ঘটনায় শনিবার দুপুরেই ইভেন্টের আয়োজক, রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলে
রাজ্যপাল


কলকাতা, ১৩ ডিসেম্বর (হি. স.) : হাজার হাজার টাকা খরচ করে টিকিট কেটে মেসিকে ঠিকমতো দেখতে না পেয়ে যুবভারতীতে ভাঙচুর চালায় ক্ষুব্ধ দর্শকরা। রীতিমতো ভাঙচুর চলে স্টেডিয়ামে। এই ঘটনায় শনিবার দুপুরেই ইভেন্টের আয়োজক, রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । এরপর সন্ধ্যাতে পরিস্থিতি খতিয়ে দেখতে যুবভারতীতে যান তিনি। কিন্তু গেট বন্ধ থাকায় ভেতরেই ঢুকতে পারেননি রাজ্যপাল। এমনকি তিনি সেখানে পৌঁছতেই আলো নিভিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। কিছুক্ষণ অপেক্ষা করে সেখানে থেকে ফিরে যান তিনি। এহেন ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ রাজ্যপাল বোস।

রাজ্যপাল জানিয়েছেন, সকলকে জানিয়েই তিনি যুবভারতীতে গিয়েছিলেন। কিন্তু তারপরেও বন্ধ ছিল গেট। বেশ কিছুক্ষণ গেট খোলার অপেক্ষাও করেছিলেন তিনি। তবে কেন তাঁকে আটকে দেওয়া হল, রাজ্যের কাছে এর ব্যাখ্যা চেয়েছেন রাজ্যপাল।

এদিন ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, ‘৩ নম্বর গেটে আসতে বলা হয়েছিল। আমি সেই রকমই এসেছি। সাংবিধানিক প্রধানকে আটকানোর চেষ্টা এটা। আমার রিপোর্ট তৈরি আছে।’ এরপরই তিনি বলেন, ‘আজকের বিশৃঙ্খলার জন্য কে দায়ী সেই জবাব রাজ্যকে দিতে হবে। রাজ্যপাল কোনও রাবার স্ট্যাম্প নয়। বাংলা কি এভাবে রাজ্যপালকে ট্রিট করে? আমি এটাও খেয়াল করেছি, আমি এখানে আসার পরই আলো নিভিয়ে দেওয়া হল। আমি ঢুকতে না পারলেও সত্য লুকিয়ে রাখা যাবে না।’ রবিবার তিনি ফের যুবভারতী পরিদর্শনে আসবেন বলে জানিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande