ইন্ডিগো চালু রাখল ২ হাজারের বেশি বিমান
নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর (হি.স.) : অপারেশন ত্রুটি থাকা সত্ত্বেও দেশের বিমান সংস্থা ইন্ডিগো বিগত দুই দিন ধরে ২ হাজারের বেশি ফ্লাইট সফলভাবে পরিচালনা করল। সংস্থার ১৩৮টি গন্তব্য যুক্ত রয়েছে এবং অন-টাইম পারফরম্যান্স স্বাভাবিক ছিল। সংস্থার মুখপাত্র জান
ইন্ডিগো চালু রাখল ২ হাজারের বেশি বিমান


নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর (হি.স.) : অপারেশন ত্রুটি থাকা সত্ত্বেও দেশের বিমান সংস্থা ইন্ডিগো বিগত দুই দিন ধরে ২ হাজারের বেশি ফ্লাইট সফলভাবে পরিচালনা করল। সংস্থার ১৩৮টি গন্তব্য যুক্ত রয়েছে এবং অন-টাইম পারফরম্যান্স স্বাভাবিক ছিল।

সংস্থার মুখপাত্র জানিয়েছেন, সংস্কৃত শিডিউলের আওতায় ২,০৫০-এর বেশি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। প্রযুক্তিগত সমস্যার কারণে মাত্র দুইটি ফ্লাইট বাতিল হয়েছে এবং সব যাত্রীকে বিকল্প ফ্লাইটে স্থান দেওয়া হয়েছে।

পাঁচ দিনের অপারেশনাল সংখ্যা:

৮ ডিসেম্বর: ১,৭০০

৯ ডিসেম্বর: ১,৮০০

১০ ডিসেম্বর: ১,৯০০

১১ ডিসেম্বর: ১,৯৫০

১২-১৩ ডিসেম্বর: ২,০৫০ প্রতিদিন

ইন্ডিগোর সিইও পিটার এলবার্স উচ্চস্তরের তদন্ত কমিটির সামনে ধারাবাহিকভাবে হাজির হন। প্রধান অপারেশন আধিকারিকে কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সম্প্রতি রাঁচি বিমানবন্দরে জরুরি অবতরণের সময় বিমানের পিছনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও সকল যাত্রী নিরাপদ।

প্রতিদিন প্রায় ৩.২৫ লাখ যাত্রী ইন্ডিগোর ফ্লাইট বেছে নেন। সংস্থা তাদের বিশ্বাসের জন্য কৃতজ্ঞ।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande