১৭ জানুয়ারি জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধন
জলপাইগুড়ি, ১৩ ডিসেম্বর (হি. স.) : কলকাতা হাই কোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধন হতে চলেছে জলপাইগুড়িতে। আগামী ১৭ জানুয়ারি অর্থাৎ শনিবার আনুষ্ঠানিক এই উদ্বোধন হবে। আজ শনিবার স্থায়ী ভবনের প্রস্তুতি খতিয়ে দেখলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি দে
১৭ জানুয়ারি জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধন


জলপাইগুড়ি, ১৩ ডিসেম্বর (হি. স.) : কলকাতা হাই কোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধন হতে চলেছে জলপাইগুড়িতে। আগামী ১৭ জানুয়ারি অর্থাৎ শনিবার আনুষ্ঠানিক এই উদ্বোধন হবে। আজ শনিবার স্থায়ী ভবনের প্রস্তুতি খতিয়ে দেখলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি দেবাংশু বসাক।

জানা গিয়েছে, স্থায়ী ভবনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি-সহ দেশের অন্তত ছ’টি হাই কোর্টের প্রধান বিচারপতিরা। শুধু তাই নয়, উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্য এবং দেশের একাধিক অতিথি।

গত ২০১৯ সালে জলপাইগুড়িতে কলকাতা হাই কোর্টের সার্কিট বেঞ্চে চালু হয়। দীর্ঘদিন স্টেশন রোডে অস্থায়ী ভবনে বিচার প্রক্রিয়া চলছিল। স্থানীয় ভবনের কাজ শুরু হয় জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুরে। প্রায় চল্লিশ একর জমির উপর তৈরি হয় এই স্থায়ী ভবন। দফায় দফায় স্থায়ী ভবনের প্রস্তুতি খতিয়ে দেখা হয়।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande