
কালিম্পং, ১৩ ডিসেম্বর (হি.স.) :
পাহাড়ে ফের দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল যাত্রীবাহী গাড়ি। ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের । আহত আরও ৭ জন । শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে কালিম্পং ও সিকিম সীমানায় অবস্থিত রিয়াং এলাকায় ১০ নম্বর জাতীয় সড়কের উপর ।
জানা গিয়েছে, সিকিম থেকে শিলিগুড়ি ফেরার পথে রিয়াংয়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় টাটাসুমো গাড়িটি । চালক-সহ মোট ১০ জন ছিলেন ওই গাড়িতে। প্রায় এক হাজার মিটার নীচে খাদে পড়ে যায় গাড়িটি । তড়িঘড়ি ছুটে আসেন স্থানীয়রা । খবর দেওয়া হয় থানায় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রিয়াং থানার পুলিশ ও জাতীয় সড়ক উন্নয়ন নিগমের কর্মীরা । তৎক্ষণাৎ উদ্ধারকাজ শুরু করা হয় । কাজে লাগানো হয় জেসিবি । কালিম্পংয়ের পুলিশ সুপার শ্রীহরি পাণ্ডে বলেন, কীভাবে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ল তা খতিয়ে দেখা হচ্ছে । মৃতদের মধ্যে এখনও দু'জনের পরিচয় পাওয়া যায়নি । ঘটনার তদন্ত চলছে ।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ