ঠান্ডায় কাঁপছে কাশ্মীর উপত্যকা, পারদ হিমাঙ্কের নীচেই
শ্রীনগর, ১৩ ডিসেম্বর (হি.স.): তীব্র ঠান্ডায় কাঁপছে সমগ্র কাশ্মীর উপত্যকা। উত্তর থেকে দক্ষিণ, কাশ্মীরের সর্বত্রই বাড়ছে শীতের দাপট। শ্রীনগর ও পহেলগাম-সহ অধিকাংশ স্থানে শনিবার তাপমাত্রার পারদ থাকল হিমাঙ্কের নীচেই। এমতাবস্থায় কাশ্মীরের আবহাওয়া দফতর জান
শীতের কাশ্মীর ঠান্ডায় জবুথবু, শ্রীনগরে শৈত্যপ্রবাহ


শ্রীনগর, ১৩ ডিসেম্বর (হি.স.): তীব্র ঠান্ডায় কাঁপছে সমগ্র কাশ্মীর উপত্যকা। উত্তর থেকে দক্ষিণ, কাশ্মীরের সর্বত্রই বাড়ছে শীতের দাপট। শ্রীনগর ও পহেলগাম-সহ অধিকাংশ স্থানে শনিবার তাপমাত্রার পারদ থাকল হিমাঙ্কের নীচেই। এমতাবস্থায় কাশ্মীরের আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় কাশ্মীরের উঁচু পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, ১৫ ডিসেম্বরের পর্যন্ত কাশ্মীরের উঁচু পাহাড়ে তুষারপাত হতে পারে। উত্তর ও মধ্য কাশ্মীরেই মূলত হতে পারে তুষারপাত। সকালের দিকে কুয়াশার ঘনঘটা বাড়তে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, ১৯ ডিসেম্বর পর্যন্ত তাপমাত্রার বিশেষ কোনও তারতম্য হওয়ার সম্ভাবনা নেই। ২০-২১ ডিসেম্বর জম্মু ও কাশ্মীরের বিভিন্ন স্থানে বৃষ্টি ও তুষারপাত হতে পারে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande