
কলকাতা, ১৩ ডিসেম্বর (হি.স.): যুবভারতীতে বিশৃঙ্খলাকে দুর্ভাগ্যজনক বললেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ। কুণাল বলেছেন, সল্টলেক স্টেডিয়ামে যা ঘটেছে তা দুর্ভাগ্যজনক। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং আমিও এর নিন্দা জানাই। কিছু মানুষ মেসিকে এমনভাবে ঘিরে ধরেছে যে, চড়া দামে টিকিট কিনে থাকা ফুটবল ভক্তরা তাঁকে দেখা থেকে বঞ্চিত হয়েছেন। মাত্র কয়েকজনের অসদাচরণের কারণে ফুটবলপ্রেমীদের অনুভূতিতে আঘাত লেগেছে। আমি ফুটবলপ্রেমীদের অনুভূতিকে সমর্থন করি, তবে তাদের একটু সংযম দেখানো উচিত, কারণ এতে সল্টলেক স্টেডিয়ামের ক্ষতি হচ্ছে। কিছু রাজনৈতিক দলও এই বিষয়টিকে রাজনীতিকরণ শুরু করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ