বাড়ি তৈরী করতে গিয়ে একতলা থেকে পড়ে মৃত্যু এক রাজ মিস্ত্রির
হাওড়া, ১৩ ডিসেম্বর (হি.স.): হাওড়ায় বাড়ি তৈরী করতে গিয়ে একতলা থেকে পড়ে মৃত্যু হল এক রাজ মিস্ত্রির। বিহারের বাসিন্দা ওই রাজমিস্ত্রির নাম দীনেশ যাদব (২৮)। শনিবার বিকেলে হাওড়ার দাসনগর থানার অন্তর্গত বালিটিকুরি এলাকায় তিনি বাড়ি তৈরী করছিলেন। তাঁর এক সহক
বসিরহাটে যুবককে খুন, বাঁশবাগান থেকে উদ্ধার দেহ


হাওড়া, ১৩ ডিসেম্বর (হি.স.): হাওড়ায় বাড়ি তৈরী করতে গিয়ে একতলা থেকে পড়ে মৃত্যু হল এক রাজ মিস্ত্রির। বিহারের বাসিন্দা ওই রাজমিস্ত্রির নাম দীনেশ যাদব (২৮)। শনিবার বিকেলে হাওড়ার দাসনগর থানার অন্তর্গত বালিটিকুরি এলাকায় তিনি বাড়ি তৈরী করছিলেন। তাঁর এক সহকারী জানান বাড়ি তৈরীর জন্য ভাড়া বাঁধা হয়েছিলো। সেখান থেকেই পড়ে যান দীনেশ যাদব। তাঁকে হাওড়া জেলা হাসপাতলে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে দাসনগর থানার পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande