
কলকাতা, ১৩ ডিসেম্বর (হি.স.): কলকাতায় এলেন লিয়োনেল মেসি। শনিবার ভোররাত আড়াইটে নাগাদ কলকাতায় এসে পৌঁছন তিনি। বিমানবন্দর থেকে মেসি বেরোনো মাত্রই সমর্থকদের উপচে পড়া ভিড় দেখা যায়। মেসিকে স্বাগত জানাতে আগে থেকেই বহু সমর্থক বিমানবন্দরের সামনে জড়ো হয়েছিলেন। ভারত ও আর্জেন্টিনার পতাকা নিয়ে উচ্ছ্বাসে মাতেন তাঁরা।
জানা গিয়েছে, মেসি ছাড়াও কলকাতায় এসেছেন ইন্টার মায়ামির সতীর্থ, প্রিয় বন্ধু তথা উরুগুয়ের ফুটবলার লুইস সুয়ারেস ও আর্জেন্টিনার ফুটবলার রদ্রিগো ডি’পল। ছিলেন শাহরুখ খানও। যদিও শাহরুখ ও মেসি আলাদা বিমানে কলকাতায় এসেছেন। শাহরুখ তাঁর ব্যক্তিগত জেটে আসেন। তাঁরা সকলেই বিমানবন্দর থেকে বেরিয়ে গিয়েছেন। কড়া নিরাপত্তার মধ্যে তাঁদের বিমানবন্দর থেকে বের করে আনেন নিরাপত্তাকর্মীরা।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ