
কলকাতা, ১৩ ডিসেম্বর (হি.স.) : যুবভারতীতে লিওনেল মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনায় একাধিক ধারায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে বিধাননগর পুলিশ। সেই মামলায় রয়েছে একাধিক ধারা। ভারতীয় ন্যায় সংহিতার ১৯২ ধারা, বিএনএস-এর ৩২৪ (৪) (৫) ধারা, বিএনএস-এর ৩২৬ (৫) ধারা, বিএনএস-এর ১৩২ ধারা, বিএনএস-এর ১২১ (১), (২) ধারা, বিএনএস-এর ৪৫, ৪৬ ধারা। রয়েছে আরও ধারা।
লিওনেল মেসিকে দেখতে সকাল থেকেই যুবভারতীতে ছিল এক বিশেষ উৎসাহ। আর্জেন্টাইন মহাতারকাকে বরণ করে নিতে তৈরি ছিল গোটা কলকাতা। কিন্তু দর্শকরা মেসিকে ভালোভাবে দেখতে না পাওয়ায় তাঁদের মধ্যে ক্ষোভ ছড়ায়। প্রথমে বোতল ছোড়া, তারপর চেয়ার ভাঙা হয় । আর নিমেষের মধ্যেই ফেন্সিং ভেঙে মাঠে প্রবেশ করে প্রায় হাজার মেসি অনুরাগী। ক্ষোভে, রাগে তছনছ হয়ে যায় সাধের যুবভারতী। পুলিশ শুধুই নীরব দর্শকের ভূমিকায় ছিল বলে অভিযোগ। পরে লাঠিচার্জও করে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ