
কলকাতা, ১৩ ডিসেম্বর (হি.স.): ভার্চুয়ালি নিজের ৭০ ফুট লম্বা মূর্তির আবরণ উন্মোচন করলেন লিওনেল মেসি। ২০২৫ সালের জি.ও.এ.টি. ট্যুর ইন্ডিয়ার প্রথম পর্বে, শনিবার সকালে লেক টাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে স্থাপিত নিজের ৭০ ফুট উঁচু মূর্তিটি ভার্চুয়ালি উন্মোচন করেন তারকা ফুটবলার লিওনেল মেসি। এই সময়ে বিশেষ উন্মাদনা দেখা যায় ফুটবল প্রেমীদের মধ্যে।
লিওনেল মেসির মূর্তি উদ্বোধন সম্পর্কে মন্ত্রী সুজিত বোস বলেন, আমরা মেসির ম্যানেজারের সঙ্গে কথা বলেছি, তিনি মূর্তিটির জন্য সম্মতি দিয়েছেন এবং তাঁরাও খুশি। মেসিকে দেখতে প্রতিবেশী দেশ নেপাল থেকে এসেছেন এক ফুটবলপ্রেমী। তিনি বলেন, আমি নেপাল থেকে এসেছি। আমি উন্মাদনায় ভরপুর, যেহেতু মেসিকে দেখা আমার ছোটবেলার স্বপ্ন ছিল। আমি আমার অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না। এটি জীবনে একবার পাওয়া সুযোগ, যে কারণে আমি নেপাল থেকে কলকাতায় এসেছি।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ