
কলকাতা, ১৩ ডিসেম্বর (হি.স.) : ভারতীয় ফুটবলের মক্কায় বিশ্ব ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি নিজের ৭০ ফুট উঁচু মূর্তি দেখে আপ্লুত। মেসি বললেন, ‘এই স্বীকৃতির জন্য ধন্যবাদ।’
কলকাতার ভিআইপি রোডে বসেছে ৭০ ফুট উঁচু, লিওনেল মেসির মূর্তি। মূর্তিটি তৈরি করেছেন শিল্পী মন্টি পাল। উদ্যোক্তা শ্রীভুমি স্পোর্টিং ক্লাব।
ঠিক ছিল মেসি নিজে ভিআইপি রোডে গিয়ে তাঁর মূর্তিটি উন্মোচন করবেন। কিন্তু প্রবল ভিড় এবং আইনশৃঙ্খলা ভঙ্গের আশঙ্কার কথা চিন্তা করে সেই পরিকল্পনা বাতিল করে দেওয়া হয়েছে। তাই হোটেলে বসেই ভারচুয়ালিই মূর্তিটি উন্মোচন করেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। তাঁকে নিয়ে কলকাতায় এই উন্মাদনা দেখে আপ্লুত মেসি নিজেই। মূর্তিটি উন্মোচন করে তিনি বলেন, “ভারতের মাটিতে আমাকে এই স্বীকৃতি দেওয়ার জন্য ধন্যবাদ। এখানে আসা সম্মানের ও আনন্দের।’
শ্রীভুমির সভাপতি সুজিত বসুর চেষ্টায় এবং উদ্যোগে মূর্তিটি তৈরি হয়েছে। পৃথিবীর কোথাও মেসি বা অন্য কোনও ফুটবলারের এত উঁচু মূর্তি আছে কিনা তা নিয়ে সন্দেহ আছে।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি