হায়দরাবাদে মেসির গোট কনসার্ট ঘিরে আঁটসাঁট নিরাপত্তা
হায়দরাবাদ, ১৩ ডিসেম্বর (হি. স.) : যুবভারতীতে বিশৃঙ্খলার পর কলকাতা থেকে দুপুরের বিমানে হায়দরাবাদ পৌঁছে যান মেসি। হায়দরাবাদে এক ঘণ্টায় মোট ৮টি অনুষ্ঠানে অংশ নেবেন মেসি। এই গোট কনসার্ট ঘিরে নিরাপত্তা বাড়িয়ে আরও আঁটসাঁট করা হয়েছে। এরপর একে একে আয়োজক
হায়দরাবাদে মেসির গোট কনসার্ট ঘিরে আঁটসাঁট নিরাপত্তা


হায়দরাবাদ, ১৩ ডিসেম্বর (হি. স.) : যুবভারতীতে বিশৃঙ্খলার পর কলকাতা থেকে দুপুরের বিমানে হায়দরাবাদ পৌঁছে যান মেসি। হায়দরাবাদে এক ঘণ্টায় মোট ৮টি অনুষ্ঠানে অংশ নেবেন মেসি। এই গোট কনসার্ট ঘিরে নিরাপত্তা বাড়িয়ে আরও আঁটসাঁট করা হয়েছে।

এরপর একে একে আয়োজকদের সঙ্গে ছবি তোলা থেকে শুরু করে প্রদর্শনী ম্যাচের বিজয়ীর হাতে ‘গোট কাপ’ তুলে দেওয়ার কথা মেসির। এরপর সংবর্ধনা দেওয়া হবে ৮ বারের ব্যালন ডি’অর জয়ী তারকাকে। রাত ন’টা নাগাদ মেসির বর্ণাঢ্য কেরিয়ার এবং বিশ্ব ফুটবলে তাঁর অর্জনের প্রতি সম্মান জানিয়ে এক জমকালো সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হবে।

অনুষ্ঠানের আগে রাচাকোন্ডার পুলিশ কমিশনার জি সুধীর বাবু নিরাপত্তা ব্যবস্থার রূপরেখা তুলে ধরেছেন। তিনি মেসিভক্তদের সুষ্ঠুভাবে অনুষ্ঠানটি সম্পন্ন করার ব্যাপারে আশ্বস্ত করেছেন।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande