মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে তৃণমূল : শমীক ভট্টাচার্য
কলকাতা, ১৩ ডিসেম্বর (হি.স.): যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলা ও অনভিপ্রেত ঘটনার জন্য তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি বলেন, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে তৃণমূল কংগ্রেস। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হ
শমীক ভট্টাচার্য


কলকাতা, ১৩ ডিসেম্বর (হি.স.): যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলা ও অনভিপ্রেত ঘটনার জন্য তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি বলেন, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে তৃণমূল কংগ্রেস।

শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শমীক বলেন, তৃণমূল মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। মেসির অনুষ্ঠানে এদিন যে বিশৃঙ্খলা দেখা যাচ্ছে তা ভারতীয় ফুটবলের উপর একটি কালো দাগ। আজ একটি কালো দিন। এই ঘটনার জন্য তৃণমূল দায়ী। মেসিকে ঘিরে ছিলেন তৃণমূল নেতারা। এটি ছিল তৃণমূলের একটি কর্মসূচি।এবং এটি জনসাধারণকে লুট করার উদ্দেশ্যে করা হয়েছিল। এটি ছিল তৃণমূলের একটি সংগঠিত কেলেঙ্কারি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande