
লাতুর, ১৩ ডিসেম্বর (হি.স.): প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা কংগ্রেস নেতা শিবরাজ পাটিলের শেষকৃত্য শনিবার মহারাষ্ট্রের লাতুরে রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা প্রমুখ।
শুক্রবার সকালে লাতুরে নিজ বাসভবনে প্রয়াত হন শিবরাজ পাটিল। শনিবার তাঁকে চোখের জলে বিদায় জানানো হয়। খাড়গে বলেন, আমরা লাতুরে শ্রদ্ধা জানাতে এসেছি। শিবরাজ পাটিলের সঙ্গে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। একজন বর্ষীয়ান নেতা হিসেবে আমরা সবসময় তাঁকে সম্মান করতাম। তিনি এমন একজন নেতা ছিলেন যিনি খুঁটিনাটি বিষয়ে খুব মনোযোগ দিয়ে কাজ করতেন। তিনি প্রতিটি পদে আন্তরিকতার সঙ্গে কাজ করতেন এবং সকলেই তাকে ভালোবাসতেন, কারণ তার ভাবমূর্তি ছিল খুবই পরিষ্কার। রাজনীতিতে এত পরিষ্কার ভাবমূর্তিসম্পন্ন মানুষ খুঁজে পাওয়া খুবই বিরল। আমি তাকে শ্রদ্ধা জানাই। তিনি একজন বিশেষ ব্যক্তি ছিলেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ