
নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর (হি.স.): সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলার জন্য তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন বিজেপি মুখপাত্র সুধাংশু ত্রিবেদী। তিনি বলেন, যুবভারতীর অব্যবস্থাপনা প্রতিটি ভারতীয়কে লজ্জিত করেছে।
শনিবার এক সাংবাদিক সম্মেলনে সুধাংশু বলেন, যে ধরণের অব্যবস্থাপনা ঘটেছে, তা প্রতিটি ভারতীয়কে লজ্জিত করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন যে তিনি 'এই ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন', কিন্তু আমি স্পষ্ট করে বলতে চাই, আপনার শাসনকালে পশ্চিমবঙ্গই গভীরভাবে বিধ্বস্ত। রাজ্যটি যে করুণ পরিস্থিতিতে পৌঁছেছে, এটি তার প্রমাণ। আইপিএলের পরে বেঙ্গালুরুতে এবং তামিলনাড়ুতেও একই রকম পরিস্থিতি দেখা দিয়েছে। এটি দেখায় যে এই রাজ্যগুলির নেতৃত্ব নিজেকে আইনের ঊর্ধ্বে মনে করে... এটি ইন্ডি জোটের সমস্ত নেতার চরিত্র দেখায়।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ