যুবভারতীতে বিশৃঙ্খলার জন্য তৃণমূলকে তোপ সুকান্তর, দুর্নীতি নিয়ে সরব
কলকাতা, ১৩ ডিসেম্বর (হি.স.): যুবভারতীতে বিশৃঙ্খলার জন্য তৃণমূলকে দুষলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার। শনিবার তিনি বলেন, এত বড় আন্তর্জাতিক খেলোয়াড় দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে, কিন্তু কোথাও কিছুই ঘটেনি। আজ পশ্চিমবঙ্গে যে ঘটনাটি ঘটেছ
সুকান্ত মজুমদার


কলকাতা, ১৩ ডিসেম্বর (হি.স.): যুবভারতীতে বিশৃঙ্খলার জন্য তৃণমূলকে দুষলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার। শনিবার তিনি বলেন, এত বড় আন্তর্জাতিক খেলোয়াড় দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে, কিন্তু কোথাও কিছুই ঘটেনি। আজ পশ্চিমবঙ্গে যে ঘটনাটি ঘটেছে তা দেখায় যে তৃণমূল পশ্চিমবঙ্গকে কী করে তুলেছে। পুরো অনুষ্ঠানটি তৃণমূল হাইজ্যাক করেছিল, তৃণমূলের সুজিত বোস থেকে শুরু করে অরূপ বিশ্বাস পর্যন্ত; সকল মন্ত্রীই এতে জড়িত ছিলেন। অর্থের সম্পূর্ণ লুটপাট হয়েছে; ৫-৮ হাজার টাকার টিকিট বিক্রি হয়েছে। টিকিটের কালোবাজারি হয়েছে, এতেও দুর্নীতি হয়েছে।

যুবভারতীতে ঢোকা থেকেই এদিন মেসিকে ঘিরেই ছিলেন কর্তা-মন্ত্রীরা। মোটা টাকায় টিকিট কেটে গিয়েও প্রিয় তারকাকে দেখতে না-পাওয়া দর্শকদের ক্ষোভ আছড়ে পড়ল মাঠে। বোতল পড়ল। গ্যালারির চেয়ার ভেঙে ভেঙে মাঠে ফেলা হল। ফেন্সিংয়ের গেট ভেঙে শয়ে শয়ে দর্শক ঢুকে পড়েন মাঠে। পুলিশ লাঠিচার্জ করে তাঁদের ফেরানোর চেষ্টা করলেও তা সফল হয়নি। কার্যত রণে ভঙ্গই দিতে হয়েছে নিরাপত্তারক্ষীদের। সব মিলিয়ে লন্ডভন্ড যুবভারতী স্টেডিয়াম।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande