
কলকাতা, ১৩ ডিসেম্বর (হি.স.) : সেতুর লোড টেস্টিংয়ে জন্য শনিবার থেকে ১৬ ডিসেম্বর মঙ্গলবার পর্যন্ত বন্ধ থাকবে তারাতলা উড়ালপুল। পিডব্লিউডি ও কলকাতা পুলিশের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে এই বিষয়ে জানানো হয়েছে।
জারি করা বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, শনিবার দুপুর তিনটে ৩০ মিনিট থেকে বন্ধ রাখা হবে সেতুটি। কাজ চলবে ১৬ তারিখ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এই সময়কালে বন্ধ থাকবে তারাতলা ফ্লাইওভার। কাজ চলাকালীন তারাতলা ক্রসিং এড়িয়ে চলতে বলা হয়েছে পুলিশের তরফ থেকে। এই ফ্লাইওভার বন্ধ থাকার সময় বেহালা থেকে আলিপুরের দিকে আসা গাড়িগুলিকে করুণাময়ী সেতু হয়ে চলাচল করার পরামর্শ দিয়েছে পুলিশ। আলিপুর থেকে বেহালামুখী গাড়িগুলিকে দুর্গাপুর সেতু, হাইড রোড. এবং নিউ আলিপুর হয়ে চলাচলের কথা বলা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি