গণ্ডাছড়ায় রামঠাকুর সেবাশ্রমে চুরি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন স্থানীয়দের
গণ্ডাছড়া (ত্রিপুরা), ১৩ ডিসেম্বর (হি.স.) : পুলিশ, টিএসআর ও সিআরপিএফ জওয়ানদের ঘেরাটোপে থাকা ধলাই জেলার গণ্ডাছড়া মহকুমা বাজার সংলগ্ন জগন্নাথবাড়ি এলাকার রামঠাকুর সেবাশ্রমে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, শুক্রবার গভীর রাতে চোরের দল মন্দির
গণ্ডাছড়ায় চুরি


গণ্ডাছড়া (ত্রিপুরা), ১৩ ডিসেম্বর (হি.স.) : পুলিশ, টিএসআর ও সিআরপিএফ জওয়ানদের ঘেরাটোপে থাকা ধলাই জেলার গণ্ডাছড়া মহকুমা বাজার সংলগ্ন জগন্নাথবাড়ি এলাকার রামঠাকুর সেবাশ্রমে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, শুক্রবার গভীর রাতে চোরের দল মন্দিরে হানা দেয়।

চোরেরা মন্দিরের মূল দরজার তালা ভেঙে ভিতরে প্রবেশ করে প্রণামীর বাক্সটি চুরি করে নিয়ে যায়। শনিবার ভোরে মন্দিরে পূজা দিতে এসে পূজারী মূল দরজাটি ভাঙা অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি মন্দির কর্তৃপক্ষকে জানান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মন্দিরের কর্মকর্তা প্রমীল দেব, নৃপেন্দ্র রায়সহ অন্যান্য ভক্তরা এবং পুলিশকে অবহিত করা হয়।

সংবাদ পেয়ে গণ্ডাছড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, লোহার আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে মূল দরজার তালা ভেঙে চুরির ঘটনা ঘটানো হয়েছে। মন্দিরের ভিতরে থাকা প্রণামীর বাক্সটি চুরি হলেও শ্রীশ্রীঠাকুরের সোনার চূড়াটি অক্ষত রয়েছে বলে জানান মন্দির কর্তৃপক্ষ।

মন্দিরের কর্মকর্তা প্রমীল দেব জানান, প্রতি তিন মাস অন্তর অন্তর প্রণামীর বাক্স খোলা হয় এবং চুরি হওয়া প্রণামীর বাক্সে আনুমানিক প্রায় ১৫ হাজার টাকা ছিল। একাধিক নিরাপত্তা বাহিনীর উপস্থিতি সত্ত্বেও এই ধরনের চুরির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বলে অভিযোগ স্থানীয়দের।

এই ঘটনায় গোটা দুর্গাপুর গ্রাম সহ সাধারণ মানুষ ও ভক্তদের মধ্যে গভীর উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকায় ধর্মীয় প্রতিষ্ঠানগুলির নিরাপত্তা জোরদার করার দাবি উঠেছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande