বকেয়া বোনাস ও মজুরির দাবিতে ধরণীপুর চা-বাগানে বিক্ষোভ শ্রমিকদের
জলপাইগুড়ি, ১৩ ডিসেম্বর (হি.স.) : জলপাইগুড়ির ধরণীপুর চা-বাগানে ২০ শতাংশ বোনাস ও বকেয়া মজুরি মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল মালিক কর্তৃপক্ষ। সেই দাবি না মেটায় শনিবার সকালে ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন শ্রমিকরা। শ্রমিকদের দাবি, মালিক
বকেয়া বোনাস ও মজুরির দাবিতে ধরণীপুর চা-বাগানে বিক্ষোভ শ্রমিকদের


জলপাইগুড়ি, ১৩ ডিসেম্বর (হি.স.) : জলপাইগুড়ির ধরণীপুর চা-বাগানে

২০ শতাংশ বোনাস ও বকেয়া মজুরি মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল মালিক কর্তৃপক্ষ। সেই দাবি না মেটায় শনিবার সকালে ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন শ্রমিকরা।

শ্রমিকদের দাবি, মালিকপক্ষ জানিয়েছিলেন বাগান খুললে ১৮ নভেম্বরের মধ্যে তাঁদের বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হবে। সেই মতো ১৭ নভেম্বর থেকে কাজে যোগ দেন তাঁরা। কিন্তু নভেম্বর শেষ হয়ে প্রায় ১ মাস হতে চলল, বেতন ও ২০ শতাংশ হারে বোনাস তাঁরা পাননি বলে অভিযোগ শ্রমিকদের। মালিকপক্ষ কোনও প্রতিশ্রুতি রক্ষা করেনি বলে ক্ষোভ ফুঁসছেন শ্রমিকরা। এদিন সকালে ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। শ্রমিকদের স্পষ্ট বক্তব্য, যতক্ষণ না তাঁদের সমস্ত পাওনাকড়ি মেটানো হচ্ছে, ততক্ষণ তাঁরা কাজে যোগ দেবেন না। এব্যাপারে বাগান কর্তৃপক্ষ কোনও মন্তব্য করতে চায়নি।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande