বেলাকোবায় জাতীয় সড়কে দুর্ঘটনা,গুরুতর আহত একাধিক যাত্রী
বেলাকোবা, ১৩ ডিসেম্বর (হি. স.) : বেলাকোবা অঞ্চলের মালিপাড়া এলাকায় জাতীয় সড়কে বাসকে পেছন থেকে ধাক্কা মারে একটি কণ্টেনার। দুর্ঘটনার জেরে আহত হন বহু যাত্রী। শনিবার দুপুর ৩ টে নাগাদ ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী অভিজিৎ রায়, রণবীর কর্মকাররা জানান,
বেলাকোবায় জাতীয় সড়কে দুর্ঘটনা,গুরুতর আহত একাধিক যাত্রী


বেলাকোবা, ১৩ ডিসেম্বর (হি. স.) : বেলাকোবা অঞ্চলের মালিপাড়া এলাকায় জাতীয় সড়কে বাসকে পেছন থেকে ধাক্কা মারে একটি কণ্টেনার। দুর্ঘটনার জেরে আহত হন বহু যাত্রী। শনিবার দুপুর ৩ টে নাগাদ ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী অভিজিৎ রায়, রণবীর কর্মকাররা জানান, শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি যাওয়ার পথে ২৭ ডি জাতীয় সড়কের বেলাকোবা অঞ্চলের মালিপাড়া এলাকায় একটি লোকাল বাসকে পেছন থেকে ধাক্কা মারে একটি কণ্টেনারের। ফলে বাসের এক অংশ দুমড়ে-মুচড়ে যায়। বেশ কয়েকজন যাত্রী আহত হওয়ায় তাঁদের দ্রুত নিয়ে যাওয়া হয় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande