
আগরতলা, ১৩ ডিসেম্বর (হি.স.) : জনজাতি অংশের যুব সমাজের মধ্যে শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে ত্রিপুরা একাডেমিসিয়ান ফোরাম। শনিবার রাজধানী আগরতলায় শহিদ ভগৎ সিং যুব আবাসের কনফারেন্স হলে অনুষ্ঠিত ফোরামের বার্ষিক সাধারণ সভার উদ্বোধন করে এ কথা জানান রাজ্যের সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া।
২০১৫ সাল থেকে পথচলা শুরু করা এই বেসরকারি ও অরাজনৈতিক সামাজিক সংগঠনটি রাজ্যের জনজাতি অংশের বিভিন্ন সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সহকারী অধ্যাপক এবং শিক্ষক- শিক্ষিকাদের নিয়ে গঠিত। সংগঠনের মূল লক্ষ্য রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে জনজাতি ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষার সুযোগ বৃদ্ধি করা।
সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জানান, শিক্ষার পাশাপাশি জনজাতি সমাজে নেশা বিরোধী সচেতনতা গড়ে তোলা এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও ত্রিপুরা একাডেমিসিয়ান ফোরাম সক্রিয়ভাবে যুক্ত রয়েছে। কোভিড-১৯ এর সময় সংগঠনটি রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে ত্রাণ ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণের কাজও করেছে বলে তিনি উল্লেখ করেন। সংগঠনের বিভিন্ন দাবি ও প্রস্তাবের প্রতি রাজ্য সরকার সহানুভূতিশীল বলেও জানান মন্ত্রী এবং সংগঠনের আরও শ্রীবৃদ্ধি কামনা করেন।
বার্ষিক সাধারণ সভায় সংগঠনের বার্ষিক প্রতিবেদন পেশ করেন ত্রিপুরা একাডেমিসিয়ান ফোরামের সাধারণ সম্পাদক অভিজিৎ দেববর্মা। পরে প্রতিবেদনটি নিয়ে উপস্থিত সদস্য ও অতিথিরা বিস্তারিত আলোচনা করেন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ