
ধারচুলা, ১৩ ডিসেম্বর (হি.স.): উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলার মুন্সিয়ারির ব্লকের প্রত্যন্ত মিলাম গ্রামে সেনাবাহিনীর কুমায়ুন স্কাউটস ব্যাটালিয়নের উদ্যোগে একটি নবনির্মিত কমিউনিটি হল এবং পলিহাউস গ্রামবাসীদের জন্য শনিবার উৎসর্গ করা হল।
সেনা সূত্রে জানানো হয়েছে, এই নবনির্মিত কমিউনিটি হলটি সক্রান্ত বিভিন্ন কার্যক্রমের জন্য ব্যবহার করা যাবে। হলটিতে ইতিমধ্যেই সৌরবিদ্যুৎতের ব্যবস্থা স্থাপন করা হয়েছে, যা দুর্গম এলাকায় বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে কার্যকর ভূমিকা নেবে।
পাশাপাশি, কৃষি ও স্বনির্ভরতা বাড়াতে চালু করা হয়েছে একটি পলিহাউস, যার মাধ্যমে সবজি উৎপাদন ও স্বনিযুক্তির সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। সেনাবাহিনীর এই উদ্যোগকে গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন এবং সীমান্তবর্তী অঞ্চলে সামাজিক-অর্থনৈতিক স্থিতিশীলতা জোরদার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
সেনা কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য