রক্তদানকে সামাজিক দায়িত্ব ও কর্তব্য হিসেবে গ্রহণ করা উচিত : রাজ্যপাল
আগরতলা, ১৩ ডিসেম্বর (হি.স.) : ইমার্জেন্সি ব্লাড সার্ভিস ও রে অব লাইফ-এর উদ্যোগে আয়োজিত রাজ্যভিত্তিক সম্মেলনের উদ্বোধন করলেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। শনিবার সকালে আগরতলার নজরুল কলাক্ষেত্রে আয়োজিত এই সম্মেলনের সূচনা করেন তিনি। অন
রক্তদান শিবিরে রাজ্যপাল


আগরতলা, ১৩ ডিসেম্বর (হি.স.) : ইমার্জেন্সি ব্লাড সার্ভিস ও রে অব লাইফ-এর উদ্যোগে আয়োজিত রাজ্যভিত্তিক সম্মেলনের উদ্বোধন করলেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। শনিবার সকালে আগরতলার নজরুল কলাক্ষেত্রে আয়োজিত এই সম্মেলনের সূচনা করেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল সাধারণ মানুষকে স্বেচ্ছা রক্তদানের গুরুত্ব সম্পর্কে আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, রক্তদানকে সামাজিক দায়িত্ব ও কর্তব্য হিসেবে গ্রহণ করা উচিত। যেকোনও দুর্ঘটনা কিংবা জরুরি চিকিৎসার ক্ষেত্রে মুমূর্ষু রোগীর জীবন রক্ষায় রক্তদাতাদের ভূমিকা অপরিসীম। তাই সকলকে স্বেচ্ছায় রক্তদানে আরও বেশি করে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এদিন রাজ্যপাল ‘জীবন জ্যোতি’ নামে একটি স্মরণিকার আবরণও উন্মোচন করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় স্বাস্থ্য মিশনের ম্যানেজিং ডিরেক্টর সাজু বাহিদ এ, জিএ (পি অ্যান্ড এস) দফতরের অধিকর্তা রতন বিশ্বাস। উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডাঃ বিশাল কুমার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইমার্জেন্সি ব্লাড সার্ভিস ও রে অব লাইফ, ত্রিপুরা শাখার সচিব তাপস সাহা।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande