
বারাণসী, ১৩ ডিসেম্বর (হি.স.) : শুভম জয়সওয়ালের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটি ইতিমধ্যেই বারাণসী কমিশনারেট পুলিশের হাতে পৌঁছেছে।
শনিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভিডিওতে শুভমকে ফোনে কথা বলতে দেখা গেছে। সেটি দুবাইয়ের কোনও হোটেলে তোলা বলে দাবি করা হচ্ছে। কাশি জোনের ডিসিপি জানান, বিষয়টি এসআইটি ও সংশ্লিষ্ট আধিকারিকদের জানানো হয়েছে।
ইডির তল্লাশির সময় অভিযুক্ত তথ্য আদান-প্রদান করছিল বলে পুলিশ সূত্রে দাবি। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠদের মোবাইল নম্বর যাচাই করা হচ্ছে। তবে এখনও শুভমের মোবাইল নম্বর ট্রেস করা সম্ভব হয়নি।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য