
ভাগলপুর, ১৩ ডিসেম্বর (হি.স.): ডিজিটাল ইন্ডিয়া মিশনের লক্ষ্যে পূর্ব রেলের মালদা ডিভিশন ডিজিটাল টিকিটিং ব্যবস্থাকে জনপ্রিয় করে তুলতে সচেতনতা অভিযান জোরদার করেছে। মালদা ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার মণীশ কুমার গুপ্তর নির্দেশনায় শনিবার তিনপাহাড় রেলস্টেশনে বাণিজ্য বিভাগের উদ্যোগে ‘ইউটিএস অন মোবাইল’ অ্যাপ সংক্রান্ত একটি সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার কার্তিক সিংয়ের তত্ত্বাবধানে আয়োজিত এই কর্মসূচিতে বাণিজ্য পরিদর্শক ও টিকিট চেকিং কর্মীরা যাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলেন। তাঁদের স্মার্টফোনে ইউটিএস অ্যাপ ডাউনলোড, রেজিস্ট্রেশন ও টিকিট বুকিংয়ের ধাপগুলি হাতে-কলমে দেখানো হয়।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই অ্যাপের মাধ্যমে সহজ, কাগজবিহীন ও ঝামেলা মুক্ত টিকিট ব্যবস্থার সুবিধা মিলছে। যাত্রীদের ডিজিটাল টিকিটিং ব্যবস্থায় অভ্যস্ত করতেই এই ধরনের সচেতনতা কর্মসূচি ধারাবাহিকভাবে চালানো হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য