অনলাইন মুনাফার ফাঁদে আপেল চাষি
শিমলা, ১৩ ডিসেম্বর (হি.স.) : অনলাইন ট্রেডিংয়ে মোটা মুনাফার প্রলোভন দেখিয়ে হিমাচল প্রদেশের এক আপেল চাষির কাছ থেকে প্রায় ৩৬ লক্ষ টাকা প্রতারণা করেছে সাইবার প্রতারকরা। শিমলার সাইবার থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। শনিবার পুলিশ সূত্রে জানা
সাইবার প্রতারণা


শিমলা, ১৩ ডিসেম্বর (হি.স.) : অনলাইন ট্রেডিংয়ে মোটা মুনাফার প্রলোভন দেখিয়ে হিমাচল প্রদেশের এক আপেল চাষির কাছ থেকে প্রায় ৩৬ লক্ষ টাকা প্রতারণা করেছে সাইবার প্রতারকরা। শিমলার সাইবার থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছে।

শনিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিজেকে ‘ইন্ডনিভ প্রো’ নামের একটি সংস্থার প্রতিনিধি পরিচয় দিয়ে ফোন করে প্রতারকরা। তাদের কথায় প্রলোভনের ফাঁদে পা দিয়ে ওই চাষি একটি অ্যাপ ডাউনলোড করেন এবং ধাপে ধাপে টাকা বিনিয়োগ করতে থাকেন। প্রথমে ১৫ হাজার, পরে আইপিও ও সার্ভিস চার্জের নামে লক্ষ লক্ষ টাকা নেওয়া হয়। শেষপর্যন্ত ‘প্রসেসিং চার্জ’ দাবি করতেই প্রতারণার বিষয়টি বুঝতে পারেন তিনি।

মোট ৩৬ লক্ষ টাকার সাইবার প্রতারণার মামলা দায়ের w করে তদন্ত শুরু করেছে পুলিশ। সাইবার পুলিশ সাধারণ মানুষকে অচেনা কল, লিঙ্ক বা অ্যাপে বিনিয়োগ না করার পরামর্শ দিয়েছে। সন্দেহজনক ক্ষেত্রে ১৯৩০ নম্বর বা cybercrime.gov.in-এ অভিযোগ জানাতে বলা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande