
সাব্রুম (ত্রিপুরা), ১৩ ডিসেম্বর (হি.স.) : দক্ষিণ জেলা প্রশাসন ও রুপাইছড়ি ব্লক প্রশাসনের যৌথ উদ্যোগে শনিবার লুধুয়া হাই স্কুলের মাঠে এক প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে শুরু হওয়া এই শিবিরে এলাকার বিপুল সংখ্যক মানুষ বিভিন্ন নাগরিক পরিষেবা গ্রহণ করেন।
শিবির প্রসঙ্গে রুপাইছড়ি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রীতম দেবনাথ জানান, সাধারণ মানুষের দোরগোড়ায় প্রশাসনিক পরিষেবা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। শিবিরে আধার কার্ড ও আভা কার্ড নিবন্ধীকরণ, পশুপালন সংক্রান্ত পরামর্শ, বিনামূল্যে পশু চিকিৎসা ও ওষুধ বিতরণ, সাধারণ মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরিষেবা, আইনি সহায়তাসহ বিভিন্ন প্রশাসনিক সুবিধা প্রদান করা হয়। স্কুলের ছাত্রছাত্রীদের পাশাপাশি লুধুয়া এলাকার বহু মানুষ এই পরিষেবা গ্রহণ করেন।
এক ছাতার তলায় প্রয়োজনীয় পরিষেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এলাকাবাসী। এদিকে, দুপুরে “নেশামুক্ত ভারত” গঠনের লক্ষ্যে যুব সমাজকে নেশার গ্রাস থেকে দূরে রাখতে একটি প্রেরণামূলক ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। প্রশাসনের এই উদ্যোগ এলাকায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ