
ঝাড়গ্রাম, ১৩ ডিসেম্বর (হি.স.) : গোপীবল্লভপুরের রসিকানন্দ ময়দানে শুক্রবার রাতে মহাসমারোহে অনুষ্ঠিত হল গণবিবাহ অনুষ্ঠান। স্বেচ্ছাসেবী সংগঠন ত্রিবেনী যুব জনকল্যাণ অর্গানাইজেশন-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে এবছর সাত পাকে বাঁধা পড়লেন ১৪ জোড়া বর-কনে।
সংগঠনটি প্রতিবছর ১২ ডিসেম্বর এই গণবিবাহের আয়োজন করে আসছে। চলতি বছরে অনুষ্ঠানটি ছিল তাদের ১৮তম বর্ষের গণবিবাহ। গত ১৮ বছরে এই উদ্যোগের মাধ্যমে মোট ৩,৫২৬ জন কন্যাদানের নজির গড়েছে সংগঠনটি।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন শ্রীপাট গোপীবল্লভপুরের মহন্ত শ্রী শ্রী কৃষ্ণকেশবানন্দ দেবগোস্বামী। উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী চূড়ামণি মাহাতো, গোপীবল্লভপুর থানার আইসি কার্তিক চন্দ্র রায়, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সত্যরঞ্জন বারিক সহ বিশিষ্টজনেরা।
বিবাহরীতি মেনে নবদম্পতিদের বিয়ে সম্পন্ন করা হয়। সংগঠনের পক্ষ থেকে তাঁদের পালঙ্ক, আলমারি, সোনার নাকছাবি ও দুল, সাইকেল, ঘড়ি, বিছানাপত্র ও বাসনপত্র-সহ বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়।
সংগঠনের দাবি, ঝাড়খণ্ড ও ওড়িশা সীমান্তবর্তী সুবর্ণরেখা নদী তীরবর্তী এই এলাকায় নারী পাচার ও বাল্যবিবাহ রুখতেই এই গণবিবাহের আয়োজন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা নবদম্পতিদের শুভেচ্ছা ও আশীর্বাদ জানান।
---------------
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো