বক্সনগর সীমান্তে বিএসএফ–পুলিশের যৌথ অভিযানে নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার
বক্সনগর (ত্রিপুরা), ১৩ ডিসেম্বর (হি.স.) : সিপাহীজলা জেলার সোনামুড়া থানাধীন কুলুবাড়ি সীমান্ত এলাকায় বিএসএফ ও পুলিশের যৌথ অভিযানে বড়সড় সাফল্য মিলেছে। অভিযানের সময় নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ ও বিএসএফ সূত্রে জানা গেছে। সূত্রের
নগদ টাকা উদ্ধার


বক্সনগর (ত্রিপুরা), ১৩ ডিসেম্বর (হি.স.) : সিপাহীজলা জেলার সোনামুড়া থানাধীন কুলুবাড়ি সীমান্ত এলাকায় বিএসএফ ও পুলিশের যৌথ অভিযানে বড়সড় সাফল্য মিলেছে। অভিযানের সময় নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ ও বিএসএফ সূত্রে জানা গেছে।

সূত্রের খবর, সীমান্তে নিয়মিত নজরদারির অংশ হিসেবে যৌথ বাহিনী তল্লাশি চালানোর সময় এক সন্দেহজনক পাচারকারীকে লক্ষ্য করে ধাওয়া করে। বিএসএফ-এর উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত পাচারকারী নগদ টাকার ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে উদ্ধার হওয়া বিপুল অঙ্কের নগদ টাকা সোনামুড়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, সীমান্ত দিয়ে চলা পাচার বাণিজ্যের লেনদেনের উদ্দেশ্যেই এই টাকা আনা হয়েছিল। উদ্ধারকৃত টাকার উৎস ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি অভিযুক্ত পাচারকারীকে ধরতে তল্লাশি জোরদার করা হয়েছে।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই সোনামুড়া সীমান্ত এলাকা নেশা ও পাচার চক্রের করিডোরে পরিণত হয়েছে। বারবার অভিযান চালানো সত্ত্বেও পাচারকারীরা সক্রিয় থাকায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। যৌথ বাহিনীর তরফে জানানো হয়েছে, সীমান্তে পাচার রুখতে ভবিষ্যতে আরও কড়া নজরদারি ও ধারাবাহিক অভিযান চালানো হবে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande