
আগরতলা, ১৩ ডিসেম্বর (হি.স.) : যোগেন্দ্রনগরের দত্তপাড়ায় সংঘটিত এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় গুরুতর আহত দুই শিশুকন্যাকে দেখতে শনিবার সকালে জিবিপি হাসপাতালে যান প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। তিনি আহত শিশুদের চিকিৎসা পরিস্থিতি নিয়ে হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং পরিবার-পরিজনদের খোঁজখবর নেন।
শুক্রবার দুপুরে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত যোগেন্দ্রনগরের দত্তপাড়ায় রাস্তা পার হওয়ার সময় একটি অটোর ধাক্কায় গুরুতর আহত হয় আঠারো মাসের এক শিশুকন্যা ও তার বোন। দুর্ঘটনার পরপরই তাদের জিবিপি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে দুই বোনই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। আঠারো মাসের শিশুকন্যাটি জিবিপি হাসপাতালের পিডিয়াট্রিক আইসিইউতে সংজ্ঞাহীন অবস্থায় রয়েছে বলে জানা গেছে।
হাসপাতালে উপস্থিত হয়ে প্রতিমা ভৌমিক চিকিৎসকদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থার বিষয়ে খোঁজ নেন। চিকিৎসকরা জানান, আহত শিশুদের জন্য সবরকম প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেন এবং আহত দুই বোনের দ্রুত আরোগ্য কামনা করেন।
এদিন তিনি রাজ্যে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া একাধিক পথ দুর্ঘটনা নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন। বহিঃরাজ্যে সড়ক দুর্ঘটনায় রাজ্যের ডাক্তারি পড়ুয়া ছাত্র সপ্তর্ষির মর্মান্তিক মৃত্যুর প্রসঙ্গ তুলে ধরেন তিনি। রাজ্যে দুর্ঘটনার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় চালক ও পথচারীদের আরও বেশি সতর্ক থাকার আহ্বান জানান প্রতিমা ভৌমিক।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ