বিশালগড়ে অটো ও প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত চার
বিশালগড় (ত্রিপুরা), ১৩ ডিসেম্বর (হি.স.) : সিপাহীজলা জেলার বিশালগড় অফিসটিলা বাজার এলাকায় শনিবার একটি ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে। যাত্রীবাহী একটি অটো ও একটি বিলাসবহুল প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের মতে, সংঘর্ষের
সড়ক দুর্ঘটনা


বিশালগড় (ত্রিপুরা), ১৩ ডিসেম্বর (হি.স.) : সিপাহীজলা জেলার বিশালগড় অফিসটিলা বাজার এলাকায় শনিবার একটি ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে। যাত্রীবাহী একটি অটো ও একটি বিলাসবহুল প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীদের মতে, সংঘর্ষের তীব্রতায় নিয়ন্ত্রণ হারিয়ে উভয় যানবাহনই রাস্তার পাশের জমিতে ছিটকে পড়ে। দুর্ঘটনায় অটো ও গাড়িতে থাকা কমপক্ষে চারজন যাত্রী আহত হন। আহতদের চিৎকারে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসেন স্থানীয় মানুষজন।

খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে দ্রুত নিকটবর্তী হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

দুর্ঘটনার ফলে কিছু সময়ের জন্য ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়। ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে বিশালগড় থানার পুলিশ।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande