
আগরতলা, ১৩ ডিসেম্বর (হি.স.) : মহিলাদের আত্মসম্মান ও সামাজিক ক্ষমতায়নের ক্ষেত্রে স্বনির্ভরতাই একমাত্র পথ বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। তিনি বলেন, শুধু নিজে স্বনির্ভর হলেই চলবে না, অন্যদেরও সেই সুযোগ গ্রহণে সহায়তা করতে হবে। শনিবার হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে ২০তম আঞ্চলিক সরস মেলার উদ্বোধন করে তিনি এ কথা বলেন।
মুখ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতে মহিলারা শক্তির প্রতীক। সমাজে মহিলারা আত্মনির্ভর হলে দেশ ও সমাজ আরও শক্তিশালী হয়। এবারের সরস মেলার থিম— ‘দিদিদের স্বনির্ভরতার পথে, স্বদেশী পণ্যের সাথে’। মেলায় মোট ৪১১টি স্টল খোলা হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান কেন্দ্রীয় ও রাজ্য সরকার মহিলাদের সামগ্রিক উন্নয়নে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। রাজ্যের মহিলাদের প্রতিটি ক্ষেত্রে অগ্রগতির মাধ্যমে সমাজকে উন্নতির শিখরে পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য। প্রধানমন্ত্রীর ‘লোকাল ফর ভোকাল’ আহ্বান মহিলাদের আত্মনির্ভরতার পথে নতুন দিগন্ত উন্মোচন করেছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, রাজ্যে স্বসহায়ক দল ব্যবস্থাকে শক্তিশালী করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বর্তমানে রাজ্যে চার লক্ষেরও বেশি মহিলা স্বসহায়ক দলের সঙ্গে যুক্ত। স্বসহায়ক দলের মহিলাদের আর্থিক সহায়তার জন্য ব্যাঙ্ক ঋণের ব্যবস্থা করা হচ্ছে এবং তাদের উৎপাদিত সামগ্রী বাজারজাত করতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে। পণ্যের জনপ্রিয়তা বাড়াতে প্রচারের উপর জোর দেওয়ার পাশাপাশি সময়ের সঙ্গে তাল মিলিয়ে নতুন ধরনের পণ্য উৎপাদন ও বিপণনের আহ্বান জানান মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার শুধু মহিলাদের স্বনির্ভরতাই নয়, তাদের ক্ষমতায়ন, শিক্ষা, গার্হস্থ্য হিংসা প্রতিরোধ ও উন্নত স্বাস্থ্য পরিষেবার দিকেও সমান গুরুত্ব দিচ্ছে। মহিলাদের নিরাপত্তার জন্য মহিলা থানা খোলা হচ্ছে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর, উজ্জ্বলা যোজনায় গ্যাস ও মুদ্রা লোন বাড়ির মহিলাদের নামেই প্রদান করা হচ্ছে।
তিনি আরও বলেন, এই ধরনের মেলা স্বসহায়ক দলের উৎপাদিত পণ্যের বাজার সৃষ্টির পাশাপাশি জাতি-জনজাতির মিলনক্ষেত্র হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মেলায় মিশ্র সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিফলন ঘটে।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী স্বসহায়ক দলের বিভিন্ন সামগ্রীর উদ্বোধনের পাশাপাশি টিআরএলএম-এর স্মরণিকা ‘প্রত্যাশা’-এর আবরণ উন্মোচন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, বিধায়ক মিনারাণী সরকার, বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডাঃ বিশাল কুমার প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টিআরএলএম-এর সিইও তড়িৎকান্তি চাকমা।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ