
উদয়পুর (ত্রিপুরা), ১৩ ডিসেম্বর (হি.স.) : গত কয়েকদিন ধরে গোমতী জেলার উদয়পুর শহরে একের পর এক চুরির ঘটনায় আতঙ্কিত সাধারণ মানুষ। পাশাপাশি এসব ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।
শুক্রবার উদয়পুর শহরের জেল রোড সংলগ্ন এলাকার বাসিন্দা মৃৎশিল্পী বিমল আচার্য পারিবারিক অনুষ্ঠানে বিশ্রামগঞ্জ গিয়েছিলেন। শনিবার সকালে তাঁর ভাতিজা সৌরভ আচার্য টেলিফোনে জানান, বিমল আচার্যের বাড়ির একটি দরজা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। খবর পেয়ে তড়িঘড়ি উদয়পুরে নিজের বাড়িতে ছুটে আসেন বিমল আচার্য।
বাড়িতে পৌঁছে তিনি দেখেন ঘরের দরজা ভাঙা এবং ভিতরে প্রবেশ করে দেখতে পান আলমারি ভেঙে নগদ প্রায় এক লক্ষ টাকা চুরি হয়েছে। পাশাপাশি প্রায় পাঁচ ভরি স্বর্ণালঙ্কারও চোরের দল নিয়ে গেছে বলে জানান তিনি।
ঘটনার খবর দেওয়া হয় রাধাকিশোরপুর থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। তবে স্থানীয়দের অভিযোগ, গত এক মাসে রাধাকিশোরপুর থানাধীন এলাকায় একাধিক চুরির ঘটনা ঘটলেও পুলিশ তেমন কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।
এলাকাবাসীর দাবি, ক্রমবর্ধমান চুরির ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। দ্রুত এই চুরি-ছিনতাই রুখতে পুলিশকে আরও তৎপর ও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন উদয়পুরবাসী।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ