
উমারিয়া, ১৩ ডিসেম্বর (হি.স.) : মধ্যপ্রদেশের উমারিয়া জেলায় এনএইচ-৪৩-এর কাছে এক নদীর ধারে একটি প্রাপ্তবয়স্ক বাঘের মৃতদেহ উদ্ধার হয়েছে। শনিবার ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বন দফতরে।
খবর পেয়ে বনকর্মীরা এলাকা ঘিরে ফেলেন। প্রাথমিকভাবে বাঘের মৃত্যু সন্দেহজনক বলেই মনে করা হচ্ছে। বন দফতরের সূত্রে জানা গেছে, বিষক্রিয়ার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে, যদিও এখনও ময়নাতদন্ত হয়নি। বন চিকিৎসকদের দল ও ডগ স্কোয়াডের অপেক্ষায় রয়েছে দফতর।
যে জায়গায় দেহটি মিলেছে, তা উমারিয়া সাধারণ বন মণ্ডলের চন্দিয়া রেঞ্জের চন্দিয়া বিটের আরএফ-১০ কক্ষ, হাইওয়ের অদূরে। উল্লেখযোগ্যভাবে, এই সময় জেলায় বাঘ গণনার কাজ চলছিল। সেই পরিস্থিতিতে নজরদারির মধ্যেই বাঘের মৃত্যু বন দফতরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য