ট্রাক মালিকদের ধর্মঘট চতুর্থ দিনেও অব্যাহত
চেন্নাই, ১৩ ডিসেম্বর (হি. স.): নতুন রূপে কার্যকর হওয়া মোটর ভেহিকল অ্যাক্ট বাতিল সহ ন’দফা দাবিতে ট্রাক মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট শনিবার চতুর্থ দিনেও অব্যাহত থাকল তামিলনাড়ুর চেন্নাইয়ে। ৭৫টি ট্রাক মালিক সংগঠনের এই আন্দোলনে রাজ্য সরকারের প্রতিদি
ট্রাক মালিকদের ধর্মঘট


চেন্নাই, ১৩ ডিসেম্বর (হি. স.): নতুন রূপে কার্যকর হওয়া মোটর ভেহিকল অ্যাক্ট বাতিল সহ ন’দফা দাবিতে ট্রাক মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট শনিবার চতুর্থ দিনেও অব্যাহত থাকল তামিলনাড়ুর চেন্নাইয়ে। ৭৫টি ট্রাক মালিক সংগঠনের এই আন্দোলনে রাজ্য সরকারের প্রতিদিন প্রায় ১০০ কোটি টাকার রাজস্ব ক্ষতি হচ্ছে বলে সংশ্লিষ্ট মহলের অনুমান। ১২ ডিসেম্বর তেন্দেয়ারপেটে আরডিও দফতরে প্রস্তাবিত সর্বদলীয় বৈঠক না হওয়ায় অচলাবস্থা আরও গভীর হয়েছে।

এই ধর্মঘটে চেন্নাই বন্দরের সঙ্গে যুক্ত ১৩টি সংগঠনসহ ভারী যানবাহন পরিচালকদের মোট ৭৫টি সংগঠন অংশ নিয়েছে। তাঁদের প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে সীমান্ত চেকপোস্ট তুলে দেওয়া, ডিজেলকে জিএসটির আওতায় আনা এবং বিভিন্ন যানবাহন সংক্রান্ত ফি কমানো।

ধর্মঘটের জেরে বন্দরের কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। রেফ্রিজারেটেড কনটেনার ট্রাকে পরিবহণ করা প্রক্রিয়াজাত খাদ্যসামগ্রী বন্দরে আটকে নষ্ট হচ্ছে, ফলে রফতানিকারীদের❤ বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। জানা গিয়েছে, প্রায় ৫,০০০ কনটেনার ট্রাক রাস্তায় নামেনি।

শনিবার অল পোর্ট ট্রেলার ওনার্স অ্যাসোসিয়েশন-সহ ১৩টি সংগঠনের সভাপতি এম এম গোপী জানান, এলিভেটেড কার্গো যানবাহনের জন্য ভেহিকল কোয়ালিটি সার্টিফিকেট নবীকরণের ফি প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তিনি স্পষ্ট করে বলেন, দাবি মানা না হলে চেন্নাই বন্দর থেকে আমদানি-রপ্তানি দুটিই বন্ধ থাকবে।

ট্রাক মালিক সংগঠনগুলির দাবি, সরকারের উচিত পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত সমাধান বের করা, নচেৎ শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে ক্ষতি আরও বাড়বে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande