
ধর্মনগর (ত্রিপুরা), ১৩ ডিসেম্বর (হি.স.) : গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর রেলস্টেশন রোড এলাকা থেকে এক মহিলাকে সন্দেহজনক অবস্থায় আটক করেছে পুলিশ। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার। পাশাপাশি নিয়ম অনুযায়ী একজন প্রশাসনিক আধিকারিক (ডিসিএম)-কেও বিষয়টি অবহিত করা হয়।
তাঁদের উপস্থিতিতেই আটক মহিলার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ১,৯৬০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকা বলে জানান ধর্মনগর থানার ওসি মিনা দেববর্মা।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক মহিলার নাম পদ্মা দেবনাথ (কাল্পনিক নাম)। তাঁর বাড়ি কমলাসাগর এলাকায়। উদ্ধারকৃত মাদকসহ তাঁকে ধর্মনগর থানায় নিয়ে যাওয়া হয়েছে।
এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে ধর্মনগর থানায় আটক মহিলাকে জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন পুলিশ আধিকারিকরা। মাদক পাচার চক্রের সঙ্গে তাঁর যোগাযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ