
গুয়াহাটি, ১৪ ডিসেম্বর (হি.স.) : বিজেপির নবনিযুক্ত জাতীয় কার্যনির্বাহী সভাপতি নীতিন নবীনকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।
ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র জাতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার উত্তরসূরি হিসেবে দলের সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতি পদে নীতিন নবীনকে নিযুক্তি দিয়েছে বিজেপির পার্লামেন্টারি বোর্ড।
নীতিন নবীনকে দলের সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতি পদে নিযুক্ত করার পর নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে অসমের মুখ্যমন্ত্রী তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। এক্স-এ তিনি লিখেছেন, ‘নীতিন-জি একজন দূরদর্শী নেতা, তাঁর কর্মতৎপরতা, চিন্তাভাবনার স্বচ্ছতা এবং দৃঢ় আদর্শিক ভিত্তির জন্য পরিচিত তিনি। তিনি ধারাবাহিকভাবে সংগঠনকে শক্তিশালী করেছেন। বিহারে মন্ত্রী হিসেবে এবং ছত্তিশগড়ের প্রভারী হিসেবে তাঁর অবদান প্রশাসনিক দক্ষতা এবং সাংগঠনিক প্রভাব বিস্তার হয়েছে। এই দায়িত্ব তাঁর নেতৃত্বের প্রতি দলের আস্থা এবং পরবর্তী প্রজন্মের নেতাদের অনুপ্ৰাণিত করবে। গুরুত্বপূর্ণ এই ভূমিকায় তাঁর সর্বাত্মক সাফল্য কামনা করছি।’
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস