
গুয়াহাটি, ১৪ ডিসেম্বর (হি.স.) : উপ-রাষ্ট্রপতি চন্দ্রপুরম পোন্নুসামি রাধাকৃষ্ণণ (সিপি) রাধাকৃষ্ণণকে অসম সফরের আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।
আজ রবিবার দেশের রাজধানী নয়াদিল্লিতে উপ-রাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণের সঙ্গে তাঁর সরকারি বাসভবনে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন মুখ্যমন্ত্রী। সাক্ষাৎকালে গত দশ বছরে রাজ্যের রূপান্তর এবং উন্নয়নমূলক অগ্রগতি সচক্ষে দেখতে উপ-রাষ্ট্রপতিকে অসম সফরে আসতে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন ড. শৰ্মা। মুখ্যমন্ত্ৰীর আমন্ত্রণকে স্বাগত জানিয়েছেন চন্দ্রপুরম পোন্নুসামি রাধাকৃষ্ণণ।
মুখ্যমন্ত্রী এবং উপ-রাষ্ট্রপতির মধ্যে প্রায় আধাঘণ্টা ব্যাপী সৌহার্দ্যপূর্ণ আলাপচারিতা হয়েছে। আধঘণ্টার আলাপচারিতায় দুই নেতা অসমের সমৃদ্ধির গতিপথ, সুশাসনের উদ্যোগ এবং বৃহত্তর উন্নয়নমূলক অগ্রাধিকার নিয়ে মতবিনিময় করেন।
উপ-রাষ্ট্রপতির সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের পর নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে আলাপচারিতার তথ্য দিয়েছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। ড. শর্মা লিখেছেন, ‘নয়াদিল্লিতে আজ ভারতের মাননীয় উপরাষ্ট্রপতি শ্রী সিপি রাধাকৃষ্ণণ-জির সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে সংবৰ্ধনা জানিয়েছি। গত আগস্টে উপ-রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার জন্য ব্যক্তিগতভাবে আমি তাঁকে অভিনন্দন জানিয়ে সাম্প্রতিক বছরগুলিতে রাজ্যের রূপান্তর প্রত্যক্ষ করতে অসম সফরে আসার আমন্ত্রণ জানিয়েছি।’
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস